gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
আমার সঙ্গে অন্যায় হচ্ছে: আদালত প্রাঙ্গণে রোজিনা
প্রকাশ : মঙ্গলবার, ১৮ মে , ২০২১, ০১:১৪:৩০ পিএম
ঢাকা অফিস:
1621322095.jpg
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা বলেছেন তার ওপর অন্যায় করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট করার কারণে তিনি এ আচরণের শিকার।মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা সিএমএম আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোজিনা ইসলাম বলেন, ‘আমার সঙ্গে অন্যায় হচ্ছে, আমার সাথে অন্যায় আচরণ করা হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট করায় আমার সাথে অন্যায় করা হচ্ছে।’ সকাল ৮টার দিকে সাংবাদিক রোজিনা ইসলামকে শাহবাগ থানা থেকে পুরান ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয়। সোমবার (১৭ মে) রাতে রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী।এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রোজিনা ইসলামের বিপক্ষে অভিযোগ সংক্রান্ত বিষয় নিয়ে বেলা ১১টায় প্রেস ব্রিফিং করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এটা বয়কট করেছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) ও বাংলাদেশ হেলথ্ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সোমবার সচিবালয়ের স্বাস্থ্য সচিবের একান্ত সচিবের কক্ষে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর শাহবাগ থানা পুলিশে সোপর্দ করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও খবর

🔝