gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
চোরে দেলে চুরির বইদরাম !
প্রকাশ : মঙ্গলবার, ১৮ মে , ২০২১, ১১:১০:০০ এ এম
:
1621314694.jpg
গলার টুটি চাইপে ধইরে নিযযাতন করার এট্টা ছবি ফেসবুকি ভাইসে উটার পরেত্তে চারদিকি হৈ জকার শুরু হইয়েচে। পরে যা শুনলাম তাতে আকাটা মাইরে গিলাম। কয়দিন আগে শুনিলাম এক উপজিলার সরকারি দপ্তরের কম্মকত্তারা লকডাউনির জন্যি মানসিক রুগী হইয়ে যাচ্চেন। ভাবিলাম আহারে মানসির সিবা দিতি না পাইরে দ্যাকো তাইগের কিরাম মন খারাপ হচ্চে। পরে জানতি পাল্লাম সিবা দিতি না পাইরে মন খারাপ হয়নি, সিবা নিতি আসা মানসির কাচতে তলশুড়া কামোই কত্তি পাত্তেচেনা বিলে তাইগের এই দশা। করোনা আইসে সব জাগায় পিরায় কাজ কম্ম বন্দ। নানা পোজেক্টের টাকা চইলে যাচ্চে করোনা খাতে। এই সুযোগে ফুইলে ফাইপে উইটেচে এট্টা মন্ত্রনালয়ের টাকশাল। সেই মন্ত্রনালয়ের এক বিন্দু মাসী কাল টুটি চাইপে ধইরেচে, কিন্তুক কেন? একন অবস্তা যা দাড়ায়েচে কল্লি দোষ নেই কলিই দোষ। বিন্দু মাসীর হাতে  যিনি নিযযাতনের শিকার হলেন তিনি একজন বড় সুংবাদিক। তিনি বড্ড অপরাধ কইরে ফেলায়েচেন, ঐ মন্ত্রনালয়ের হরিলুটির কিচ্চা তিনি পিপারে লিকে স¹লির জানায় দেচেন। নথি চুরির ধুয়ো তুইলে মুরুব্বী এট্টা মানসির সাতে কি যাচ্চে নাতাই কান্ডডা কল্লে। কি ছিলো সেই নথিতি যার জন্যি হ্যাতো তুলকালাম! যদি এট্টা কাগজের ফটক তুলা যদি অপরাদ হয়, তালি একজন বয়স্ক মহিলারে চার পাচ ঘন্টা খোপে আটকায় থুয়া, তার মুবাল ফোন ছিনোয় নিয়া, গলার টুটি চাইপে ধরা, ঢেক্কা মাইরে মাইজেয় ফেলায় দিয়া এই সব কি অপরাদ না ? সামান্য এট্টা মাকস কিনাকাটায়ও য্যানে দুর্ন্নীতি হয় স্যানে মুটা দাগের কিচু পালি হজমি না কইরে ছাইড়ে দেবে পাগলেও বিশ্বাস করবে! সৎ সাহস থাকলি তিনি যে পিপারে যে রিপোট লিকেচেন সিডা যে ভুয়ো সিডা পোমান কইরে দিক। তা না কইরে ক্ষেমতার দাপটে সরকারি বড় দপ্তরের মদ্দি ফেলায়ে একজন নাগরিকির সাতে যে অসভ্য আচরন করা হইলো সিডা কেউ মাইনে নিতি পারে না। কি লেকপো ভাষা খুইজে পাচ্চিনে তাই সুংবাদিক নিতা বুলবুল চাচার এট্টা কবিতা হাওলাত কল্লাম,‘সংবিধান কয় তারা পোজতন্তের কামলা, কিন্তুক আসলে তারা রাজা। গাছেরডা খান, তলারডাও কুড়োন, তারা কতিপয় আমলা’।ইতিঅভাগা আক্কেল চাচা০১৭২৮৮৭১০০৩

আরও খবর

🔝