gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে সচল আমদানি-রপ্তানি বাণিজ্য
প্রকাশ : রবিবার, ১৬ মে , ২০২১, ০২:২৫:০৩ পিএম
মমুসলিম উদ্দীন পাপ্পু, বেনাপোল:
1621153531.jpg
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বেনাপোলের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম তিন দিন বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে।রোববার সকাল থেকে এপথে আমদানি-রপ্তানি পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া শুরু করে।এদিকে আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বেনাপোল বন্দর এলাকায় বেড়েছে কর্মব্যস্ততা। এতে আমদানি পণ্যের গাড়ির দীর্ঘ লাইন পড়তে দেখা গেছে। বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বাণিজ্য সচলের বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।বেনাপোল চেকপোস্ট কার্গো সুপার স্বপন কুমার দাস জানান, ঈদ উপলক্ষে বন্দর তিনদিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে পুণরায় আমদানি রপ্তানি চালু হয়েছে। সকাল ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সময়ে ৫০টি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে আমদানি হয়েছে। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ঈদের ছুটিতে শ’শ’ পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে পেট্রাপোল বন্দরে। আমদানি রপ্তানি শুরু হওয়ায় তা কমতে শুরু করেছে। এখন বাণিজ্য শুরু হওয়ায় সবাই ব্যস্ত সময় পার করছেন। ভারতের পশ্চিমবঙ্গে করোনা প্রতিরোধে এক মাসের লকডাউন ঘোষণা করলেও দু’ দেশের ব্যবসায়িক স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখার জন্য মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে এক বার্তায় ব্যবসায়ীদের জানিয়েছেন। জানা যায়, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে চারশ’ থেকে সাড়ে চারশ’ ট্র্রাক বিভিন্ন পণ্য আমদানি এবং দেড়শ থেকে দুশ’ ট্রাক পণ্য রপ্তানি হয়।আমদানি পণ্যের মধ্যে শিল্পকারখানার কাঁচামাল, তৈরি পোশাক ও খাদ্যদ্রব রয়েছে। রপ্তানি পণ্যের মধ্যে পাট ও পাটজাত দ্রব উল্লেখযোগ্য। প্রতিবছর এ বন্দরে আমদানি পণ্য থেকে সরকার প্রায় পাঁচ হাজার কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে।

আরও খবর

🔝