gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
নাশিদের ওপর হামলার প্রধান সন্দেহভাজন গ্রেফতার
প্রকাশ : সোমবার, ১০ মে , ২০২১, ০৩:৩৯:২৭ পিএম
আন্তর্জাতিক ডেস্ক::
1620639635.jpg
মাল্লীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের ওপর হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। মাল্লীপের পুলিশের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে। মাল্লীপ পুলিশ জানায়, নাশিদেরর ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত চার সন্দেহভাজনের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। নাশিদের ওপর এ হামলায় ধর্মীয় উগ্রবাদীদের দায়ী করেছেন নিরাপত্তা কর্মকর্তারা।গ্রেফতার তিনজনের মধ্যে দুইজনের পরিচয় প্রকাশ করা হয়েছে। এরা হলেন- ২১ বছর বয়স্ক মুয়াজ আহমেদ এবং ৩২ বছর বয়স্ক থাহমিন আহমেদ। তবে মূল সন্দেহভাজন হিসেবে যাকে গ্রেফতার করা হয়েছে বলা হচ্ছে তার কোনো পরিচয় বা অন্য কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।পুলিশ জানায়, শনিবার সন্দেহভাজন যে ব্যক্তির ছবি প্রকাশ করা হয়েছিল, তাকেই গ্রেফতার করা হয়েছে। তবে চতুর্থ আসামি এখনো পলাতক।এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নাশিদের বেশ কয়েকটি অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে রাখা হয়েছে। তিনি কথা বলতে পারছেন বলে জানিয়েছেন তার এক আত্মীয়।মাল্লীপের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি।

আরও খবর

🔝