gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
শিক্ষা জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
প্রকাশ : রবিবার, ৯ মে , ২০২১, ১০:০৫:৫০ পিএম
কাগজ সংবাদ:
1620576396.jpg
মুজিববর্ষকে অবিস্মরণীয় করে রাখতে ও বৈষম্যহীন জাতি গঠনে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণে আসন্ন বাজেটে প্রয়োজনীয় বাজেট বরাদ্দসহ বিভিন্ন দাবিতে রোববার যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি যশোরের নেতৃবৃন্দ। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটির) শাম্মী ইসলাম স্মারকলিপিটি গ্রহণ করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখনো চরম বৈষম্যমূলক, গতানুগতিক নানা ধারায় ভিভক্ত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে হয়তো আরও অনেক আগেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ হতো। স্মারকলিপিতে আরও বলা হয়, জাতীয়করণ না করার কারণে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক তথা দেশবাসী। এজন্য শিক্ষক, কর্মচারীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নসহ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ঘোষণা জরুরি। ফলে বাজেটে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করা হয়।

আরও খবর

🔝