gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
গঠণতন্ত্র সংশোধনের সিদ্ধান্ত, নির্বাচন ২৬ জুন

❒ প্রেসক্লাব যশোরের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ : রবিবার, ৯ মে , ২০২১, ১০:০২:২৬ পিএম
কাগজ সংবাদ:
1620576177.jpg
প্রেসক্লাব যশোরের নির্বাচন পরিবর্তন করে আগামী ২৬ জুন শনিবার পুননির্ধারণ করা হয়েছে। সেই অনুযায়ী বেড়েছে চলমান কমিটির মেয়াদও।  রোববার অনুষ্ঠিত প্রেসক্লাবের সাধারণ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। করোনার দ্বিতীয় ঢেউ চলায় সার্বিক অবস্থা বিবেচনা করে সাধারণ সভা এই সিদ্ধান্ত দেয়।প্রেসক্লাব যশোর অডিটরিয়ামে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। সভায় সম্পাদক, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক রিপোর্ট উপস্থাপন করেন। রিপোর্টগুলো নিয়ে পরে আলোচনা করেন ক্লাবের সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা ও ফকির শওকত, সাবেক সহসভাপতি মনতোষ বসু, সাবেক সম্পাদক এসএম তৌহিদুর রহমান, মবিনুল ইসলাম মবিন, মোস্তফা রুহুল কুদ্দুস, সাইফুর রহমান সাইফ, অসীম বোস, জাহিদ আহমেদ লিটন, শেখ দিনু আহমেদ, ফারাজী আহমেদ সাঈদ, এইচআর তুহিন, বিএম আসাদ, হাবিবুর রহমান মিলন, মনিরুল ইসলাম, জুয়েল মৃধা, দেওয়ান মোর্শেদ আলম, শিকদার খালিদ, আকরামুজ্জামান এবং ফয়সল ইসলাম।সভায় সম্পাদক ও দপ্তর সম্পাদকের রিপোর্ট পাশ এবং অডিট করাসাপেক্ষে কোষাধ্যক্ষের রিপোর্ট পাশ করেন সদস্যরা। এছাড়া, আগামী নির্বাচনের মাধ্যমে গঠিত কমিটি দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যে ক্লাবের গঠণতন্ত্র সংশোধন করতে বাধ্য থাকবে বলেও সভায় সিদ্ধান্ত নেয়া হয়।দীর্ঘদিন পর ক্লাবে ১৩ জন সাংবাদিককে সদস্যপদ প্রদান করায় সভায় বক্তারা চলমান কমিটিকে ধন্যবাদ জানান।  এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে সভা শুরু হয়। সভায় ক্লাব সদস্য ফখরে আলম ও আবুবকর সিদ্দিকসহ ক্লাবের প্রয়াত সকল সদস্যদের আত্মার মাগফিরাত এবং অসুস্থ সাংবাদিকদের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।এছাড়া, করোনাকালে প্রয়াত দেশের সাংবাদিকসহ, রাজনীতিক, পেশাজীবী ও সামাজিক নেতৃবৃন্দসহ সকলের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।কার্যনির্বাহী কমিটির সহসভাপতি নুর ইসলাম, আনোয়ারুল কবির নান্টু, সম্পাদক আহসান কবীর, যুগ্ম সম্পাদক জাহিদুল কবির মিল্টন ও সরোয়ার হোসেন, কোষাধ্যক্ষ কাজী আশরাফুল আজাদ, দপ্তর সম্পাদক তৌহিদ জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তহীদ মনি, সদস্য আব্দুল ওয়াহাব মুকুল, ফিরোজ গাজী, শফিক সায়ীদ, আব্দুল কাদের ও সৈয়দ শাহাবুদ্দিন আলম উপস্থিত ছিলেন।

আরও খবর

🔝