gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
‘৩৩৩ নাম্বারে কল’ খাদ্য সহায়তা পেলেন লালপুরের ৩৪ জন
প্রকাশ : রবিবার, ৯ মে , ২০২১, ০৪:৫৯:৪৮ পিএম
নাটোর প্রতিনিধি::
1620558223.jpg
জাতীয় কলসেন্টার ৩৩৩ এ কল করে খাদ্য সহায়তা পেলেন নাটোর লালপুর উপজেলার ৩৪ জন দুস্থ মানুষ।রবিবার (৯ মে) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপকার ভোগীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই মানবিক খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আকতার। এর আগে আবেদনকারীরা ৩৩৩ নাম্বারে কল দিয়ে খাদ্য সহায়তা চান।মানবিক সহায়তা প্রদান কালে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আকতার জানান,‘খাদ্য সহায়তার জন্য ৩৮ জন ৩৩৩  নম্বারে ফোন করে। যাচাই বাছাই করে ৩৪ জন বিভিন্ন শ্রেণি পেশার প্রকৃত দুস্থ অসহায় গরিব বাচাই করা হয়। উপকার ভোগী ৩৪ জনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা বিতরণ করা হয়। মানবিক সহায়তার মধ্যে ১০ কেজি চাউল, ১ লিটার তেল, ৫০০ গ্রাম ডাল, ১ কেজি লবণ, একটি সাবান, হ্যান্ডস্যানিটাইজার ও মাস্ক রয়েছে।এদিকে মানবিক সহায়তা পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন উপকার ভোগীরা। 

আরও খবর

🔝