gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
চুরি মামলার ভয় দেখিয়ে টাকা হাতালেন হরিঢালী ক্যাম্পের ইনচার্জ
প্রকাশ : রবিবার, ৯ মে , ২০২১, ০৪:৪৫:৪৪ পিএম
কপিলমুনি (খুলনা) অফিস:
চুরি মামলার ভয় দেখিয়ে আর এক গরীব কর্মকার শ্রমিকের নিকট থেকে ২ হাজার ৫ শ’ টাকা হাতিয়ে নিয়েছেন হরিঢালী পুলিশ ক্যাম্পের বহুল আলোচিত সেই ইনচার্জ এসআই মনিরুজ্জামান হাজরা। এমনিভাবে মামলার ভয় দেখিয়ে তিনি হরিঢালী ইউনিয়নের নগর শ্রীরামপুর গ্রামের মৃত শহীদ হাজরার ছেলে আরিফ আহম্মেদের নিকট থেকে ২ হাজার টাকা হাতিয়ে নিয়েছিলেন। পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের উত্তর সুলুয়া গ্রামের রহমত হালদারের ছেলে-হারুন হালদার (৩০) স্থানীয় গোলাবাটী মোড়ে একটি কামার শালার একজন শ্রমিক। কিছুদিন আগে তিনি এলাকার এক ব্যক্তির নিকট থেকে একটি পুরনো ফোন ক্রয় করে ব্যবহার করে আসছিল। ব্যবহারের সপ্তাহখানেক পর স্থানীয় পল্লী চিকিৎসক রেজাউল করিম হাজরা ফোনটি তার বলে দাবি করলে হারুন ওই ডাক্তারকে ফোনটি দিয়ে দেয়। ডাক্তার খুশি হয়ে ওই কামার শ্রমিককে ৫শ টাকা দিয়ে দেয়। এ বিষয়ে ডাক্তার কোথাও কোন অভিযোগ করেননি। কিন্তু বিষয়টি জানতে পেরে ঘটনার কয়েকদিন পর এসআই মনিরুজ্জামান গরিব ওই কামার শ্রমিক হারুনকে মোবাইল চুরির মামলা দেয়া হবে বলে ভয় দেখায়। একপর্যায়ে এসআই মনিরুজ্জামান তার ব্যত্তিগত সোর্স ও দালাল হরিদাশকাঠী গ্রামের ক' আদ্যাক্ষরের এক যুবককে হারুনের কাছে পাঠায়। এসময় হারুন ভয়ে ওই দালালকে ৫ শ টাকা আর ক্যাম্প ইনচার্জকে ২ হাজার টাকা দালালের কাছে দেয় বলে কামার শ্রমিক সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। এসআই মনিরুজ্জামান শুধু মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়া নয়, এলাকার দিপক রায়ের নিকট থেকে ১০ হাজার, মাদার গাজীর নিকট থেকে ১০ হাজার, হাবিবুর সরদার, হালিম সানা, মোস্তাক সরদারসহ বহু লোকের নিকট থেকে বিভিন্ন কায়দায় হাজার হাজার টাকা হাতিয়ে নেয়াসহ নানা অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়েছেন।

আরও খবর

🔝