gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে মিথিলার বক্তব্য
প্রকাশ : রবিবার, ৯ মে , ২০২১, ০৪:২৪:২৩ পিএম
বিনোদন ডেস্ক ::
1620555934.jpg
আজ মা দিবস। মাকে নিয়ে অনেকে অনেক অভিজ্ঞতা মনের কথা জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মা হওয়ার অভিজ্ঞতা নিয়েও কথা বলছেন অনেকে। এর মধ্যে বিভিন্ন খ্যাতনামাদের সাথে আছেন সাধারণরাও। কেউ কেউ আবার তাদের মায়েদের কৃতজ্ঞতা জানাচ্ছেন। তবে বাকিদের থেকে আলাদা। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী, অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা।  মা দিবসে মা হওয়ার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতার কথা বললেন তিনি।ইনস্টাগ্রামে নতুন ভিডিয়ো পোস্ট করেছেন মিথিলা। তার কথায়, ‘‘মা হওয়া বাধ্যতামূলক নয়। এক জন মহিলা নিজে সিদ্ধান্ত নেবেন, তিনি আদৌ মা হতে চান কি না। কারও উপরে সেটা চাপিয়ে দেওয়া উচিত নয়।’’ পাশাপাশি, এক জন মায়ের ক্ষেত্রে তাঁর পারিপার্শ্বিকের দায়িত্ববোধ নিয়েও তিনি কথা বললেন। তার মতে, এক জন মায়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন না তুলে তার দায়িত্ব ভাগ করে নেওয়া উচিত। একই সঙ্গে মাতৃত্বকে উচ্চ স্থানে বসিয়ে মায়েদের উপরে মানসিক চাপ দেওয়াও ঠিক নয়।মিথিলা বলেছেন, ‘‘মায়েদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দরকার। মানসিক এবং শারীরিক সহায়তার প্রয়োজন তাদের। আর এই দায়িত্ব নেওয়া উচিত বাবাদের। শুধু তাই নয়, সমাজের কাছ থেকেও ভরসা দরকার মায়েদের।’’ তিনি মনে করেন, মায়েদের ‌সুখে রাখতে হবে। তা হলেই পরের প্রজন্মকে তারা সেই ‌অনুভূতির দিকে ঠেলে দিতে পারবেন। সন্তানদের মধ্যে দায়িত্ববোধ, মূল্যবোধ, সহানুভূতির বীজ বপন হবে এ ভাবেই।আনন্দ বাজার তার খবরে মিথিলা এবং অভিনেতা-সঙ্গীতশিল্পী তাহসান রহমান খানের একমাত্র কন্যা আয়রা ৮-এ পা দিল গত মাসেই। আয়রাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মিথিলা লিখেছিলেন, ‘তোমাকে পাওয়া আমার সৌভাগ্য। মাতৃত্বের আনন্দময় ৮ বছর’। 

আরও খবর

🔝