gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পঞ্চগড়ে সরকারিভাবে গম কেনা শুরু
প্রকাশ : রবিবার, ৯ মে , ২০২১, ০২:৩৭:৩১ পিএম
পঞ্চগড় প্রতিনিধি::
1620550738.jpg
পঞ্চগড়ে সরাসরি কৃষকদের কাছ থেকে গম কেনার মাধ্যমে অভ্যন্তরীণ গম সংগ্রহ-২০২১ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।চলতি গম সংগ্রহ-২০২১ মৌসুমে সদর উপজেলায় ২৮ টাকা কেজি দরে মোট ১ হাজার ৭২৪ টনসহ জেলার ৫ উপজেলায় মোট ৫ হাজার ৫৪৩ টন গম সংগ্রহ করা হবে।উপজেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের আয়োজনে রোববার দুপুরে বিএডিসি গোডাউনে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।এর আগে আগে স্বাস্থ্যবিধি মেনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সে অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল হক খন্দকার।চলতি গম সংগ্রহ-২০২১ মৌসুমে সদর উপজেলায় ২৮ টাকা কেজি দরে মোট ১ হাজার ৭২৪ টনসহ জেলার ৫ উপজেলায় মোট ৫ হাজার ৫৪৩ টন গম সংগ্রহ করা হবে।   

আরও খবর

🔝