gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
ভোলায় করোনায় নারীর মৃত্যু, নতুন শনাক্ত ১৯
প্রকাশ : সোমবার, ২৬ এপ্রিল , ২০২১, ০৩:২৮:৫৬ পিএম
ভোলা সংবাদদাতা ::
1619429997.jpg
ভোলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্তের সংখ্যা ১ হাজার ৬৯২ জনে এবং মৃত্যু ২২ জনের দাঁড়িয়েছে।মৃত নারীর নাম নাম ফিরোজা বেগম (৬৫)। তিনি সদর উপজেলার কানাই নগর গ্রামের বাসিন্দা।সোমবার সকালে ভোলার সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গত ২৪ ঘন্টায় ভোলায় ৭৪ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে পাঁচজন ভোলা সদর, তিনজন দৌলতখান, একজন বোরহানউদ্দিন ও ১০ জন চরফ্যাশন উপজেলার বাসিন্দা।সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, করোনা আক্রান্তদের মধ্যে ভোলা সদর, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে ২২ জনের মৃত্যু হয়েছে। ভোলা থেকে এ পর্যন্ত ১২ হাজার ৪০২ জনের নমুনা ল্যাবে পরীক্ষা করা হয়েছে।ভোলায় করোনা আক্রান্ত ১ হাজার ৬৯২ জনের মধ্যে ১ হাজার ১৬৪ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় আক্রান্ত ১ হাজার ১৩২ জনের মধ্যে ৭৪০ জন, দৌলতখানে ৮০ জনের মধ্যে ৬০ জন, বোরহানউদ্দিনে ১৭০ জনের মধ্যে ১২৫ জন, তজুমদ্দিন উপজেলায় ৬৫ জনের মধ্যে ৪৯ জন, লালমোহনে ১১৪ জনের মধ্যে ৯০ জন, চরফ্যাশনে ৯৮ জনের মধ্যে ৬৭ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩৩ জনের মধ্যে ৩৩ জন সুস্থ হয়েছেন।আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। বর্তমানে হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন ৩১ জন।

আরও খবর

🔝