gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোরে করোনায় দু’জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৩
প্রকাশ : সোমবার, ২৬ এপ্রিল , ২০২১, ১২:৫৩:০৭ পিএম
কাগজ সংবাদ :
1619452051.jpg
সোমবার যশোরে করোনায় আক্রান্ত দু’ রোগীর মৃত্যু হয়েছে। তারা হলেন শহরের নীলগঞ্জ সুপারিবাগান এলাকার লক্ষণ চন্দ্র (৬৫) ও চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের মুক্তারপুর গ্রামের আব্দুল করিমের স্ত্রী শাহিদা খাতুন (৩৭)। এনিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭১ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে জিনোম সেন্টারে ৩৯ জন ও যমেক হাসপাতালে অ্যান্টিজন পরীক্ষায় চারজন। সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে একশ’ ৭৬ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের নমুনা শনাক্ত হয়েছে। এদিকে, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের জিনোম সেন্টারে ২৮ জনের নমুনা পরীক্ষায় চারজনের করোনা শনাক্ত হয়েছে। তিনি আরও জানান, ২৫ এপ্রিল নমুনা পরীক্ষায় নীলগঞ্জ এলাকার লক্ষণ চন্দ্রের ফলাফল পজিটিভ আসে। এরপর থেকে তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়। স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করতে বলা হয়েছে। এদিকে, চৌগাছা মুক্তারপুর গ্রামের শাহিদা খাতুন (৩৭) ২১ এপ্রিল চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে করোনার নমুনা দেন। ২২ এপ্রিল তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। ২৪ এপ্রিল তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ২৫ এপ্রিল খুলনায় রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ এপ্রিল ভোরে তার মৃত্যু হয়। অপর দিকে, গত ২৪ ঘন্টায় চার হাজার দুশ’ ৫২ জন করোনার টিকা নিয়েছেন। এ পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন এক লাখ ৯৪ হাজার চারশ’ ২৫ জন। প্রথম ডোজের টিকা নিয়েছে এক লাখ ১৯ হাজার তিনশ’ ৩৭ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৫০ হাজার সাতশ’ ৩৪ জন।

আরও খবর

🔝