gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
কেশবপুরে প্রচন্ড গরমে বেড়েছে ডায়রিয়া

❒ আক্রান্তদের অধিকাংশই শিশু

প্রকাশ : রবিবার, ২৫ এপ্রিল , ২০২১, ০৪:১৮:৩৪ পিএম
কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর):
1619345976.jpg
যশোরের কেশবপুরে তীব্র গরমে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে।  আক্রান্তদের অধিকাংশই শিশু। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩ দিনে ৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে হাসপাতালে। এর মধ্যে রয়েছে ৫ জন শিশু ও ২ জন নারী। তীব্র গরমের কারণে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। হাসপাতালের পাশাপাশি উপজেলার বিভিন্ন অঞ্চলের পল্লী চিকিৎসকেরাও ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিচ্ছেন।কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীরা হলেন- উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কাঁকবাধাল গ্রামের আতিয়ার রহমানের মেয়ে রিমি খাতুন (৪), মাগুরখালি গ্রামের মনিরুল ইসলামের মেয়ে বুসরা খাতুন (২), হিজলডাঙ্গা গ্রামের মনিরুল ইসলামের ৯ মাস বয়সী মেয়ে হুমায়রা খাতুন, সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামের অশোক দাসের ছেলে প্রতাপ দাস (১০), মজিদপুর গ্রামের বশির আহমেদের স্ত্রী মুসলিমা বেগম (২৪), মণিরামপুরের জামলা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী আলেয়া বেগম (২৫) ও নাঘোরঘোপ গ্রামের জহিরুল ইসলামের ৮ মাস বয়সী ছেলে পারভেজ।এছাড়া পৌর শহরের স্বর্ণপট্টিতে মুক্তি ফার্মেসীর পল্লী চিকিৎসক সুভাষ দেবনাথ, উপজেলার মূলগ্রামের পল্লী চিকিৎসক হাবিবুর রহমান ও কোমরপোল গ্রামের পল্লী চিকিৎসক নূরুল ইসলাম বলেন, তারা রোববার প্রত্যেকেই ১ জন করে শিশুর ডায়রিয়ার চিকিৎসা দিয়েছেন।এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, গত ৩ দিনে ৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ৫ জন শিশু ও ২ জন নারী রয়েছে।

আরও খবর

🔝