gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
জ্বলন্ত বাড়ি থেকে টিয়া পাখি উদ্ধার, ফায়ার সার্ভিসের মানবিক দৃষ্টান্ত
প্রকাশ : শুক্রবার, ২৩ এপ্রিল , ২০২১, ০২:৪২:৫৬ পিএম
ঢাকা অফিস:
1619167559.jpg
জীবন জীবনের জন্য। হোক না সে অবুঝ প্রাণী। শুক্রবার (২৩ এপ্রিল) সেহরির সময় রাত ৩টার দিকে পুরান ঢাকার আরমানিটোলায় ছয় তলা হাজী মুসা ম্যানশনের বিভিন্ন ফ্লোরে দাউ দাউ করে জ্বলছে আগুন। ধোঁয়ায় শ্বাস আটকে যাওয়া মানুষগুলোকে নিরাপদ উদ্ধারে প্রাণপণ চেষ্টায় ব্যস্ত ফায়ার সার্ভিসের কর্মীরা। ঠিক তখনই মানবাধিকারের আরেক নিদর্শন দেখা গেল। আগুন লাগা ভবনের কোন এক বাসিন্দার আটকেপড়া একটি টিয়া পাখি উদ্ধার করে দৃষ্টান্ত স্থাপন করলো ফায়ার সার্ভিস। বিপদগ্রস্ত অবুঝ এই পাখিটির জন্য এমন মমতা সিক্ত করেছে সবাইকে।আটকেপড়া মানুষগুলোর মত অবুঝ পাখিটিও বাঁচার জন্যও ডানা ঝাঁপটিয়ে বাঁচার জন্য আকুতি জানাচ্ছিল। একটু সাহায্যের আশায় বুক বেঁধে ছিলো। ঠিক তখনই সেই আহ্বানে সাড়া দিয়ে খাঁচায় বন্দি পোষা পাখিটিকে উদ্ধারে এগিয়ে যায় দমকলকর্মীরা। উৎসুক জনতার মধ্যে ততোক্ষণে বেড়েই চলেছে উদ্বেগ আর উৎকণ্ঠা। প্রার্থনা জীবিত উদ্ধার হোক পাখিটি। আর এই কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন কর্মী। অবশেষে ফায়ার সার্ভিসের ক্রেনে করে আগুন লাগা বহুতল ভবন থেকে জীবিত অবস্থায় নিচে নামিয়ে আনা হয় পাখিটিকে। উদ্ধারের পর পাখিটিও তার ভাষায় জানান দেয় জীবের প্রতি মানুষের এই মানবিকতা ও ভালোবাসার।উল্লেখ্য, আরমানিটোলায় আবাসিক ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এ ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- ভবনটির নিরাপত্তারক্ষী রাসেল ও ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া (২২)।

আরও খবর

🔝