gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সুর লহরী আর কথামালায় মিললো দু’ বাংলা

❒ ভার্চুয়াল আন্তর্জাতিক বাংলা নববর্ষ অনুষ্ঠান

প্রকাশ : শুক্রবার, ১৬ এপ্রিল , ২০২১, ০৪:৪৮:৪৬ পিএম
কাগজ সংবাদ::
1618570260.jpg
বাংলা নববর্ষ বাঙালীর প্রাণের অনুষ্ঠান। বাংলা ভাষাভাষী পৃথিবীর যেখানেই অবস্থান করুক এই দিন আবেগ তাড়িত করে সবাইকে। তৃষ্ণায় যেমন জলের জন্য আকুতি তেমনি পহেলা বৈশাখের জন্য বাঙালীর। করোনা মহামারির চোখ রাঙানী রোধ করতে পারেনি প্রত্যাশার সেই সঞ্জীবণী সুধাকে। তথ্য প্রযুক্তির কল্যাণে মানুষ নানাভাবে যুক্ত হয়েছিল পহেলা বৈশাখের উৎসবে। তেমনি বাংলা নববর্ষ দু’বাংলাকে এক করেছিল  আন্তর্জাতিক উদযাপনে। বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গের শেকড়ের সন্ধানের আয়োজনে ভার্চুয়ালি প্রাণের এ উৎসবে যুক্ত ছিলো বাংলাদেশের পুনশ্চ;যশোর তেমিন ওপারের বারাসাতের নজরুল চর্চা কেন্দ্র। সূচনা বক্তৃতায় সেই শেকড়ের কথা তুলে ধরেন পশ্চিমবঙ্গের শেকড়ের সন্ধানের প্রতিষ্ঠাতা মনিমোহন ধর। অনুষ্ঠান সঞ্চালনা করেন বারাসাতের নজরুল চর্চা কেন্দ্রের শেখ কামালউদ্দীন। কথা মালায় অংশ নেন এপার বাংলার বিশিষ্ট সংস্কৃতিজন সুকুমার দাস, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক ওপার বাংলার সংস্কৃতিজন ডক্টর সোমা ভদ্র রায়, স্বপন ভট্টাচার্য্য প্রমুখ।ওপারের ভাই ভাই সম্প্রদায়ের শিল্পী পিযূষ দাসের সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে দিনের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে এপার বাংলার পুনশ্চ; যশোরের পক্ষে মৌমিতা বসু (রবীন্দ্রসঙ্গীত) শায়ন্তনী দেবনাথ (নজরুল সঙ্গীত), জাহাঙ্গীর হোসেন (লালন গীতি) ও সুকুমার দাস চারটি জীবনমুখী গান পরিবেশন করেন।  ওপার বাংলার নজরুল চর্চা কেন্দ্র বারাসাতের পক্ষে শিশুশিল্পী মানালী হোসেন ( নৃত্য), ডক্টর পারমিতা সরকার (কবিতা আবৃতি) এবং শতাব্দী আচার্য্য, ডক্টর অসীত বিশ্বাস সঙ্গীত পরিবেশন করেন।

আরও খবর

🔝