gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
করোনা থেকে মুক্তি পেতে যশোরের মসজিদে মসজিদে দোয়া
প্রকাশ : শুক্রবার, ১৬ এপ্রিল , ২০২১, ০২:৫৩:৩১ পিএম
কাগজ সংবাদ:
1618563265.jpg
রমজান মাসের প্রথম জুমায় করোনা থেকে মুক্তি পেতে যশোরের মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। করোনায় মুক্তি পেতে চোখের পানি বিসর্জন দিয়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করেছেন যশোরের হাজার হাজার মুসল্লি। জুমায় মসজিদে অনেক মুসল্লির সমাগম হওয়ায় সামাজিক দূরত্ব মানা সম্ভব হয়নি। তবে সবাই মুখে মাস্ক পড়ে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেন সাধারণ মুসল্লিরা। করোনা ভাইরাস যেন বাংলাদেশে আবার ভয়াবহ আকারে ছড়িয়ে না পড়ে সে কামনায় জুমার নামাজের পর দোয়া ও মোনাজাত করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মোনাজাতে কান্নার মধ্যে দিয়ে আল্লাহর কাছে মহামারী করোনাভাইরাস থেকে মুক্তি চান। রহমতের মাস রমজানে ওসিলায় আল্লাহ যেন এ ভাইরাসকে পৃথিবী থেকে চিরতরে ধ্বংস করে দেয় সে কামনা করেন। খুতবা র্প্বূ বক্তৃতায় করোনায় করণীয় বিষয়ে আলোচনা করেন মসজিদের খতিবরা করোনার মধ্যে রমজানের প্রথম জুমায় সকালে মসজিদের ফ্লোর পরিষ্কার  করতে দেখা যায় খাদেমদের। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে সকাল থেকেই মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুনাশক সামগ্রী দিয়ে ধোয়ামোছা করেছেন সংশ্লিষ্টরা। মসজিদে প্রবেশপথেই সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছে। ঘোপ বেলতলা, নিউমার্কেট, শেখহাটি, জেলরোড, পুরাতন কসবাসহ বিভিন্ন মসজিদে খোঁজ নিয়ে জানা যায়, সব মসজিদে ছিল মুসল্লিদের প্রচুর ভীড়। নামাজের পর অনেকেই বলেন, মুখে মাস্ক পড়ে এসেছেন। এতলোকের মধ্যে সামাজিক দূরত্ব মানা সম্ভব নয়। সৃষ্টিকর্তাই তার সৃষ্টিকে রক্ষা করবেন বলে জানান তারা। মসজিদের খতিবরা সরকারের দেয়া নির্দেশনা মানতে পরামর্শ দেন। একইসাথে রোজার মধ্যে বেশি বেশি ইবাদত পালনের মাধ্যমে করোনা থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে ফরিয়াদ চাওয়ার আহ্বান জানান।

আরও খবর

🔝