gramerkagoj
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪ ১০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সোনারগাঁওয়ের সাবেক কমিশনার গরিবে নেওয়াজ গ্রেপ্তার
প্রকাশ : শুক্রবার, ১৬ এপ্রিল , ২০২১, ০২:২৪:৩৯ পিএম
ঢাকা অফিস ::
1618561758.jpg
নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে মামুনুল হকের ঘটনায় সহিংসতা জ্বালাওপোড়াও মামলায় সোনারগাঁও পৌরসভার সাবেক কমিশনার ও সাবেক বিএনপি নেতা গরিবে নেওয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার জয়রামপুর এলাকায় তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। শুক্রবার (১৬ এপ্রিল) সকালে তাকে একটি মামলায় নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার তাবিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ (শুক্রবার) সকালে গরিবে নেওয়াজকে সহিংসতার একটি মামলায় আদালতে পাঠানো হয়েছে।উল্লেখ্য, গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক এক নারীসহ আবরুদ্ধ হন। এ ঘটনায় তার সমর্থকরা রয়েল রিসোর্টে হামলা, আওয়ামী লীগ অফিস-ঘরবাড়ি ভাঙচুর ও মহাসড়কে সহিংসতা চালায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ২টি ও ক্ষতিগ্রস্তরা বাদি হয়ে ৫টি মামলা দায়ের করে। এসব মামলায় ৪৪৬ জনের নাম উল্লেখ করে ১৮০০ জনকে আসামি করা হয়। 

আরও খবর

🔝