gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
সিরাজগঞ্জে করোনায় আক্রান্ত বেড়ে ৩১৫৯
প্রকাশ : শুক্রবার, ১৬ এপ্রিল , ২০২১, ০২:২১:১৭ পিএম
সিরাজগঞ্জ সংবাদদাতা ::
1618561423.jpg
সিরাজগঞ্জে নতুন করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২০২০ সালের ১০ মার্চ থেকে ২০২১ সালের ১৬ এপ্রিল (শুক্রবার) পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়লো ৩ হাজার ১৫৯ জনে।সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় জানান, সর্বশেষ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৫২টি নমুনা পরীক্ষা হয়। এতে ৬ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে রয়েছেন সদরের ৪জন এবং উল্লাপাড়া ও চৌহালী উপজেলায় ২ জন।সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির গত এক বছরের পরিসংখ্যানে জানান, মোট আক্রান্ত ৩ হাজার ১৫৯ জনের মধ্যে সর্বোচ্চ ১৬২০ জন সদর উপজেলায়। এছাড়া উল্লাপাড়ায় ২৭৭ জন, কাজিপুরে ১২০, রায়গঞ্জে ২২৫, চৌহালীতে ১৯৩, বেলকুচিতে ২৩৮, শাহজাদপুরে ২৮২, তাড়াশে ৬৩ ও কামারখন্দে ১১১ জন রয়েছেন। আক্রান্তদের ২ হাজার ৬শ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।করোনার দ্বিতীয় ধাপের সংক্রমনে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন ছাড়াও ৩ স্বাস্থ্যকর্মী রয়েছেন।২০২০ সালের ১৯ এপ্রিল সিরাজগঞ্জ জেলায় প্রথম এক বৃদ্ধের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। মাঝখানে বিরতির পর পর দু-একজন করে আক্রান্ত হলেও জুন মাসের প্রথম থেকেই ব্যাপকহারে বাড়ে। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২১ জন। এর মধ্যে সদরে ১০, শাহজাদপুরে ৪, বেলকুচিতে ৫ এবং রায়গঞ্জে ২ জন রয়েছেন। 

আরও খবর

🔝