gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মিয়ানমারে একদিনে আটক ৩৬, নীরব ধর্মঘটের ডাক
প্রকাশ : শুক্রবার, ১৬ এপ্রিল , ২০২১, ০২:১৬:৩০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক ::
1618561267.jpg
মিয়ানমারের চারটি আলাদা রাজ্য ও অঞ্চল থেকে এক দিনে ৩৬ জনকে আটক করেছে সেনা সরকার। বৃহস্পতিবার আটক করা এসব মানুষের মধ্যে বিক্ষোভকারীদের নেতা, বিক্ষোভকারী, সেলিব্রেটি এবং সাধারণ নাগরিকেরা রয়েছেন। এদিকে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে সাত শতাধিক মানুষ হত্যার প্রতিবাদে শুক্রবার নীরব ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। নিহতদের প্রতি শোক জানাতে এদিন বিক্ষোভকারীদের নিজ বাড়িতে অবস্থান করতে আর প্রয়োজনে বাইরে বের হলে কালো কাপড় পরার আহ্বান জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর গত মঙ্গলবার পর্যন্ত সরকারি বাহিনীর হাতে কয়েক ডজন শিশুসহ ৭১৪ জন নিহত হয়েছে। আটক করে রাখা হয়েছে হাজার হাজার মানুষকে। তবে জান্তা সরকারের মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন এ সপ্তাহে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তারা ২৪৮ বেসামরিক এবং ১০ পুলিশ সদস্য নিহতের ঘটনা রেকর্ড করেছে।বৃহস্পতিবার একদিনে ৩৬ জনকে আটকের পর বিক্ষোভের নেতা এই থিনজার মং তার ফেসবুক পেজে লিখেছেন, ‘চলুন রাস্তাঘাট নীরব করে ফেলি। প্রাণ উৎসর্গ করা শহীদদের প্রতি শোক প্রদর্শন করতে আমাদের নীরব ধর্মঘট পালন করা উচিত। সবচেয়ে শীতল কণ্ঠই সবচেয়ে জোরালো।’মিয়ানমারে বৌদ্ধ নববর্ষের পাঁচ দিনের প্রথাগত ছুটি চলছে। শুক্রবার এই ছুটির তৃতীয় দিন। এই বছর বেশিরভাগ মানুষ সাধারণ উৎসব এড়িয়ে সেনা শাসনের বিরোধিতার ওপর মনোনিবেশ করেছে। শুক্রবার রেডিও ফ্রি এশিয়ার খবরে বলা হয়েছে, মিয়ানগিয়ান শহরে আগের রাতের সহিংসতায় দুই বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।এদিকে দুইশ’ বিক্ষোভকারীর নাম প্রকাশ করে তাদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে সেনা সরকার। তাদের বিরুদ্ধে বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

আরও খবর

🔝