gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মানুস চিনার বুদ্দি কি!
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল , ২০২১, ০৯:৩২:৩৪ পিএম
:
1618500774.jpg
কুটি কালে ইশকুলি যাতাম। কিন্তুক যাওয়া আসায় সার হইতো, ভালো কিচু ফল কত্তি পাত্তামনা। জ্ঞানের বহর একনো যিরাম আচে তকনও পিরায় সিরামই ছিলো। আশাসুকি বাপ মা’র দিয়া নামডা নিয়েও অনেকে খুনসুড়ি কইত্তো। টাইনে টুইনে বাংলাডা কোন রকম চালান বাচাতি পাল্লিও পুজি মার যাইতো অংক আর ইংরেজিতি। স্যারের সুমকি একবার সিএটি ন্যাট, ন্যাট মানে বিরেল কইয়ে সেইরাম ডলা খাইলাম। তেবে স¹লি আমারে খেপাতো আরাক কারনে। একবার ইশকুলি হটাস ভিজিট আইলো। তকন ইংরেজির কিলাস চলতিলো। স্যার আমাগের কিলাসে ঢুইকেই স¹লির খোজ খবর নিয়ে এরে ওরে ইডা উডা জিজ্ঞেস কচ্চিল। টকাটক উত্তর দিয়া দেইকে সেই স্যার আস্তের আস্তের কিলাসের পিছনের দিকে আইসে আমার চোকি চোক পইড়ে গিলো। তিনি আমার কাছে আইসে নাম জানতি চালি কইলাম, আমার নাম আক্কেল। তিনি আক্কেল নামডা বানান কত্তি কইলেন। ভয়তে আমার গলা বুক গিলো শুকোয়ে, প্যাটে আসতিলো তো মুকি আসতিলো না। হেড মাইস্টের ইরাম চোক মুটা কইরে আমার দিকি তাগাইলো ভয়তে আমার কাজ সারা।  সেই স্যারও তাগেদা দিচ্চিল জলদি কওয়ার জন্যি। হটাস মুক দিয়ে বারোয় গিলো আই জে কে এল আক্কেল। সাতে সাতে কিলাসে সব হাইসে গইড়োগড়ি খাওয়ার জুগাড়। কপাল ভালো ভিজিট কত্তি আসা স্যারও হাইসে ফেলিলেন বিলে বাচা! না হলি আমার পিটির ছাল সেদিন আর থাইকতো না। সেইত্তে স¹লি আমার নামের ইংরেজি বানান কইতো আই জে কে এল আক্কেল।যা কওয়ার জন্যি চিটিডা লিকতি বসিলাম সিডাই কওয়া হইলো না। ইশকুলি পরীক্কের সুমায় গরুর রচনা আইসতো। আমরাও ইনোয় বিনোয় লিকতাম গরু এট্টা ঘরে পুষা নিরীহ উপকারী পিরানী। তার চারডে ঠ্যাঙ, দুটো চোক, দুডো শিঙ, এট্টা ল্যাজ আচে। আরো যা যা পাত্তাম তাই লিইকে থুয়ে আসতাম। কুটি কালে গরু নিয়ে রচনা পড়ার কারনে একন গরু দেকলিই চিনতি পারি। কিন্তুক সে সুমায় মানুস নিয়ে কিচু পড়ালিকা করিনি বিলে আইজও আমি মানুস চিনতি পারিনে। গরুর প্যাটেত্তে পড়লিই গরুর বাচ্চা গরু হয়, কিন্তুক মানসির প্যাটেত্তে হয়েও কেন স¹লি মানসির বাচ্চা মানুস হয় না সিডা আইজও বুজদি পারি নে! কারো কাচে যদি মানুস চিনার বুদ্দি থাকে দয়া কইরে আমারে এট্টু কবেন।ইতি- অভাগা আক্কেল চাচা০১৭২৮৮৭১০০৩

আরও খবর

🔝