gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ফেসবুক গ্রুপ প্রিয় খানসামা'র উদ্যোগে ২শ’ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল , ২০২১, ০৪:১৪:৩৫ পিএম
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: :
1618481850.jpg
দিনাজপুরের খানসামা উপজেলায় মাহে রমজান মাস উপলক্ষে ফেসবুক গ্রুপ প্রিয় খানসামা'র উদ্যোগে গরীব পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত তেবাড়িয়া ও আঙ্গারপাড়া গ্রামে ৮০ জন গরীব ও অসহায়-দুস্থদের ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও বুধবার সারাদিনব্যাপী উপজেলার ভান্ডারদহ , ডাঙ্গাপাড়া ,বালাডাঙ্গী, টংগুয়া, সুবর্ণখুলীসহ বিভিন্ন গ্রামে প্রায় ১২০ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারে ছোলা, মুড়ি, খেঁজুর, সেমাই, চিনি, দুধের প্যাকেট ও মাস্ক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফেসবুক গ্রুপ প্রিয় খানসামা'র প্রধান এস.এম.রকি, গ্রুপের এডমিন মোকছেদুল ইসলাম ও লায়ন ইসলাম, গ্রুপের মডারেটর নাইম হাসান, অশোক রায় জয়, জে আর জামান, মারুফ হাসান রিফাত খান, আশরাফুল রিফাত, শাহরিয়ার সুমন, আতিকুল ইসলাম প্রমুখ। এই কার্যক্রমে আর্থিক সহায়তাকারী ও স্বেচ্ছাসেবকদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রিয় খানসামা গ্রুপের প্রধান এস.এম.রকি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ। এই সময়ে সকল বিত্তবানদের উচিৎ গরীব ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানো।

আরও খবর

🔝