gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
জমি বিরোধে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল , ২০২১, ০১:৫৭:৩৩ পিএম
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
1618473499.jpg
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধে বৃদ্ধ কৃষক শাহাজাহান তালুকদার (৭০) ও তার স্ত্রী তাহমিনা বেগমকে (৬০) কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার বিবরণে জানা গেছে, উপজেলার পুটিখালী ইউনিয়নের এবি গজালিয়া গ্রামে বৃহস্পতিবার সকালে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রæতার জের ধরে কৃষক শাহাজাহান তালুকদারের বসতবাড়িতে জমি দখলের চেষ্টায় সন্ত্রাসী হামলা চালায় প্রতিবেশী মৃত. মোশারেফ হোসেনের ছেলে আবুল হাসান তালুকদারের নেতৃত্বে ৭/৮ জনের একটি সংর্ঘবদ্ধ দল। এসময় হামলাকারীরা ওই কৃষকের বাড়িতে জোরপূর্বক বেড়া দেয়ার চেষ্টা করে। এতে শাহাজাহান ও তার স্ত্রী তাহমিনা বেগম বাধা দিলে তাদেরকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করা হয়।আহতদের চিৎকারে তার পরিবারের সদস্যরা উদ্ধারে এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও বেধড়ক পিটিয়ে আহত করে। এতে আহত অন্যরা হলেন সালমা আক্তার (২২), জাকির হোসেন (৩৮) ও কারিমা বেগম (২৫)। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শাহাজাহান তালুকদার ও তার স্ত্রী তাহমিনা বেগমকে চিকিৎসার জন্য প্রথমে বাগেরহাট সদর হাসাপাতালে ভর্তি করা হয়। কিন্তু, অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন দায়িত্বরত চিকিৎসক। এ ঘটনায় শাহাজাহানের পুত্রবধূ সালমা আক্তার বাদী হয়ে আবুল হাসান তালুকদার, হিজাবুল তালুকদারসহ চারজনকে আসামি করে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।ঢাকায় সাবরেজিস্ট্রার পদে কর্মরত শাহাজাহান তালুকদারের ছেলে ফরিদ তালুকদার মোবাইলে বলেন, ‘আমার পিতা-মাতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সন্ত্রাসীরা উল্টো আবার আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

আরও খবর

🔝