gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
ঝিকরগাছায় আটক নিষিদ্ধ বাংলা টিমের দু’সদস্যর বিরুদ্ধে চার্জশিট
প্রকাশ : সোমবার, ১২ এপ্রিল , ২০২১, ০৯:৪০:৪৫ পিএম
কাগজ সংবাদ:
1618242189.jpg
যশোরের ঝিকরগাছায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দু’ সদস্যকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা এন্টি টেরেরিজম ইউনিটের পরিদর্শক মনজুরুল মোর্শেদ। এছাড়া ঘটনার সাথে জড়িত থাকলেও পূর্ণাঙ্গ ঠিকানা না পাওয়ায় ওসমান নামের এক আসামিকে মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়েছে চার্জশিটে।অভিযুক্ত আসামিরা হলেন, ঝিকরগাছার হাজিরবাগ ইন্তা মারকাজুল হুনাফা আল মুসলিমিন মাদ্রাসার অধ্যক্ষ ও মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ির আমতলী গ্রামের হুমায়ুন সরদারের ছেলে আতাউর রহমান বিক্রমপুরী ওরফে আসাদুল্লাহ ওরফে আতাউর এবং গোপালগঞ্জ সদরের দ্বীপচর গ্রামের আশরাফ আলীর ছেলে মোজাহিদুল ইসলাম ওরফে সাইফুদ্দিন। মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ২৩ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঝিকরগাছা থানা পুলিশ হাজিরবাগ ইন্তা মারকাজুল হুনাফা আল মুসলিমিন মাদ্রাসায় অভিযান চালায়। এসময় ওই দু’জনকে আটক ও বিভিন্ন জিহাদী বই উদ্ধার করা হয়। এ ঘটনায় যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তুষার কুমার মন্ডল বাদী হয়ে ঝিকরগাছা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ পরে এন্টি টেরেরিজম ইউনিট তদন্তের দায়িত্ব পায়। তদন্তকালে আসামিদের দেয়া স্বীকারোক্তি ও সাক্ষীদের জবানবন্দির পর্যালোচনা করে সন্ত্রাস বিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় ওই দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত দু’জনকে আটক দেখানো হয়েছে।

আরও খবর

🔝