gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj

❒ আক্রান্ত ৫৬২৯, সুস্থ হয়েছেন ৪৯১৭

যশোরে করোনা শনাক্তের এক বছরে ৬৬ জনের মৃত্যু
প্রকাশ : রবিবার, ১১ এপ্রিল , ২০২১, ১০:১০:২৯ পিএম
আশিকুর রহমান শিমুল : :
1618157572.JPG
যশোরে করোনা শনাক্তের এক বছর পূর্ণ হলো আজ। গত বছরের ১২ এপ্রিল মণিরামপুর উপজেলার একজন স্বাস্থ্যকর্মী আক্রান্তের মধ্যে দিয়ে যশোর জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছয়শ’ ২৯ জন। আক্রান্তের শতকরা হার ১৭ দশমিক ৮৪। এসময় সুস্থ হয়েছেন চার হাজার নয়শ’ ১৭ জন, যা শতকরা হিসেবে ১৫ দশমিক ৪৫। মৃত্যুর হার শূন্য দশমিক ২১ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রথমবারের মতো বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানানো হয়।সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের এপ্রিল মাসে যশোর জেলায় মোট সংক্রমিতের সংখ্যা ছিল ৫৫ জন। মে মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয় একশ’ চারজন। মার্চ থেকে মে পর্যন্ত জেলায় এক হাজার ছয়শ’ ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। জুনে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ছয়শ’ ছয়জনে। জুলাই থেকে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। জুলাই মাস শেষে আক্রান্তে সংখ্যা দাঁড়ায় এক হাজার সাতশ’ ৮৫ জনে। আগস্টে এক হাজার চারশ’ ৮২ জন আক্রান্ত হন। এই মাসে নমুনা পরীক্ষা হয় চার হাজার পাঁচশ’ ৩৮টি।এর আগে গত বছরের ২৭ জুন করোনা আক্রান্তের সংখ্যা পাঁচশ’ ছাড়ায়। ১৩ জুলাই ৯২তম দিনে আক্রান্তের সংখ্যা হাজার ও ছয় আগস্ট দু’ হাজার, ২৬ আগস্ট তিন হাজার ও ৭ সেপ্টেম্বর আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়ায়। ২০২১ সালের প্রথমে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কম থাকলেও মার্চ মাস থেকে আবারও বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। ২০ সালে মৃত্যুর সংখ্যা ছিল ৪৫ জনে। গত রোববার পর্যন্ত সেই সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ জনে। এদিকে, করোনার সময় রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করে সরকার। তারই ধারাবাহিকতায় যশোরেও স্থাস্থ্য বিভাগ বিভিন্ন কার্যক্রম করেছেন। যশোর মেডিকেল কলেজ হাসপাতালে কনোরা রোগীদের জন্য ৪০ শয্যার ও বহ্মব্যাধি হাসপাতালে ২৮ শয্যায় রোগীদের চিকিৎসাসেবা চলমান কয়েছে। গত বছরের সেপ্টেম্বরে যখন যশোরে করোনার দাপট চলমান ছিল তখন রোগীদের জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ৩০ শয্যার বেসরকারি হাসপাতাল ভাড়া করে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। ইতিমধ্যে করোনাকালীন সময়ে যশোরে শতাধিক ডাক্তার ও সেবিকা পদায়ন করা হয়েছে। যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে করোনা ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু করা হয়েছে।  রোগীরা অতিদ্রুতই হাসপাতালে আইসিইউ সেবা পাবে বলছে স্বাস্থ্য বিভাগ। করোনাকালীন সময়ে চিকিৎসা প্রদানকারী ডাক্তার, নার্সসহ সকল স্বাস্থ্যসেবিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে উন্নতমানের আবাসিক হোটেল ব্যবস্থা করা হয়। এছাড়া, যশোরের ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যসেবীদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা আছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন শেখ আবু শহীন। এদিকে, রোববার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের ল্যাবে ২২৩ জনের নমুনা পরীক্ষা শেষে ৫৪ জনের নমুনায় করোনা পজিটিভ সনাক্ত হয়। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে আটটি নমুনা পরীক্ষা করে সবকয়টি নমুনা নেগেটিভ ফল পাওয়া গেছে এবং যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে ৪৪ জনের র‌্যাপিট এন্টিজেন্ট পরীক্ষা করে ১৪ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। অর্থাৎ তিন ল্যাবে রোববার সর্বমোট দুশ’ ৫৭টি নমুনা পরীক্ষা করে ৬৮ জনের কোভিড-১৯ পজিটিভ এবং দুশ’ সাতজনের নমুনা নেগেটিভ ফলা আসে।এ পর্যন্ত র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার করা হয়েছে এক হাজার ৪০ জনের। এরমধ্যে আক্রান্ত হয়েছেন দুশ’ চারজন। অপরদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট সাজ্জাদ কামাল ১ নভেম্বর সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও খবর

🔝