gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
কেশবপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ
প্রকাশ : বৃহস্পতিবার, ৮ এপ্রিল , ২০২১, ০৮:৫০:৩১ পিএম
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
1617896232.jpg
কেশবপুরে প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে বন্ধ হয়েছে। বৃহ¯পতিবার উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের কালিয়ারই গ্রামে ১৬ বছর বয়সী ওই মেয়ের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে বর ও বরযাত্রী আসার আগেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ওই বাড়িতে হাজির হন। তখনো বিয়ের রান্নাবান্নাসহ অন্যান্য কার্যক্রম চলছিল। তাৎক্ষণিক বাল্যবিয়ে বন্ধ করে ওই মেয়ের পরিবারের কাছ থেকে লিখিত মুচলেকা নেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন ও কেশবপুর থানার উপপরিদর্শক তাপস কুমার রায়।

আরও খবর

🔝