gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
ঝিনাইদহে দ্বিতীয় ডোজের টিকা প্রদান শুরু
প্রকাশ : বৃহস্পতিবার, ৮ এপ্রিল , ২০২১, ০৮:৪৫:৪৬ পিএম
ঝিনাইদহ অফিস:
1617893200.jpg
ঝিনাইদহে করোনাভাইরাস সংক্রমণ রোধে টিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলা সদর হাসপাতালসহ ছয় উপজেলার নির্ধারিত টিকা কেন্দ্রগুলোতে টিকা প্রদান করা হচ্ছে।সকালে জেলা হাসপাতালে গিয়ে দেখা যায়, যারা গ্রহণ করেছিলেন তারা দ্বিতীয় ডোজের টিকা নিচ্ছেন। লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে টিকা প্রদান করা হচ্ছে। এছাড়াও নতুন টিকা গ্রহণকারীরাও রেজিস্ট্রেশন করছেন।সিভিল সার্জন সেলিনা বেগম জানান, বুধবার ঝিনাইদহে চার হাজার আটশ’ অ্যাম্পুল টিকা এসেছে। প্রতি অ্যাম্পুলে দশ জন করে সর্বমোট ৪৮ হাজারজন টিকা গ্রহণ করতে পারবেন। বুধবারই জেলার অন্যান্য উপজেলায় টিকা পৌঁছানো হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে একযোগে টিকা প্রদান শুরু করা হয়েছে।

আরও খবর

🔝