gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ভ্রাম্যমাণ আদালতে দুইজনের ছয় মাসের কারাদন্ড
প্রকাশ : বৃহস্পতিবার, ৮ এপ্রিল , ২০২১, ০৭:০৪:১৮ পিএম
মানিকগঞ্জ প্রতিনিধি: :
1617887920.jpg
মানিকগঞ্জের সদর উপজেলায় মাদক সেবন ও বিক্রির দায়ে দুইজনকে ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার পৌরসভার বেউথা ঘাট এলাকা থেকে তাদেরকে এ দন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন।গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বেউথা এলাকার মৃত কছিম উদ্দিনের ছেলে মো: আনোয়ার হোসেন (৩২) ও পশ্চিম সেওতা এলাকার কুসুম আলীর ছেলে খোরশেদ আলম (২২)।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেউথা এলাকায় অভিযান চালিয়ে দুইজনের কাছ থেকে ১৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আনোয়ার হোসেনের কাছ থেকে ৮ গ্রাম ও খোরশেদ আলমের কাছ থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

আরও খবর

🔝