gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বাংলাদেশ ইমার্জিং নারী দলের সিরিজ জয়
প্রকাশ : বৃহস্পতিবার, ৮ এপ্রিল , ২০২১, ০৫:৪৫:১২ পিএম
ক্রীড়া ডেস্ক::
1617882390.jpg
বোলিংয়ে নিজেদের মেলে ধরলেন রিতু মনি ও নাহিদা আক্তার। প্রথমবার দলে সুযোগ পেয়ে আলোও ছড়িয়েচেন রাবেয়া খানও। বাকিটা সহজেই সারলেন ব্যাটসম্যানরা। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলকে সহজেই হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ ইমার্জিং নারী দল।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডেতে স্বাগতিকদের জয় ছয় উইকেটে। ৯৩ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ১৩২ বল বাকি থাকতে। পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশের মেয়েরা এগিয়ে গেল ৩-০ ব্যবধানে।প্রতিপক্ষকে একশর নিচে আটকে রাখতে আগের ম্যাচের মতো আবারও তিনটি করে উইকেট নেন রিতু ও নাহিদা। রাবেয়ারও প্রাপ্তি সমসংখ্যক উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি।টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দলকে টানতে পারেননি কেউ। গড়ে তুলতে পারেননি তেমন কোনো জুটি। একটি জুটিও ছাড়াতে পারেনি ২৫।দু’টি চারে ৪৯ বলে সর্বোচ্চ ৩০ রান করেন আন্নেকে বোস। আর কেউ যেতে পারেননি বিশের ঘরে। অ্যান্ড্রি স্টেইন করেন ১৯। চারটি চারে ১৮ রান করে রাবেয়ার বলে লতা মণ্ডলের হাতে ধরা পড়েন মিশেলা অ্যান্ড্রুস। লক্ষ্য তাড়ায় তৃতীয় ওভারে শারমিন সুলতানাকে হারায় বাংলাদেশ। টানা দ্বিতীয় ম্যাচে দুই অঙ্কে যেতে ব্যর্থ তিনি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নিগার সুলতানা ও ফারজানা হক থিতু হয়ে ইনিংস বড় করতে পারেনি। তিন জনই ফেরেন কট বিহাইন্ড হয়ে।দলকে এগিয়ে নেন মুর্শিদা খাতুন। জয় থেকে ছয় রান দুরে থাকতে ফেরার আগে ৭১ বলে সাতটি চারে ৪৬ রান করেন তিনি। চার মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে যান লতা।একই মাঠে আগামী রোববার চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

আরও খবর

🔝