gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট, শিক্ষক হাজতে
প্রকাশ : বৃহস্পতিবার, ৮ এপ্রিল , ২০২১, ০৪:০৪:৪২ পিএম
লালমনিরহাট সংবাদদাতা ::
1617876702.jpg
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে লালমনিরহাটের আদিতমারীতে জাহিদুল ইসলাম (৩৪) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।বুধবার দিবাগত রাতে উপজেলার ভেলাবাড়ি নুরানী মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।আটক জাহিদুল ইসলাম উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মরিচবাড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি ভেলাবাড়ি নুরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক। তিনি হাটহাজারী মাদ্রাসার সাবেক ছাত্র।পুলিশ ও স্থানীয়রা জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার দেন জাহিদুল ইসলাম। এ ঘটনায় অভিযান চালিয়ে বুধবার রাতে ভেলাবাড়ি নুরানী মাদ্রাসা থেকে তাকে আটক করে পুলিশ।আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আটক জাহিদুলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

🔝