gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ফরম পূরণে অতিরিক্ত ফি নিলে প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ
প্রকাশ : বৃহস্পতিবার, ৮ এপ্রিল , ২০২১, ০৩:৫৮:৪৯ পিএম
কাগজ ডেস্ক ::
1617876279.jpg
এসএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণের সময় বাড়তি অর্থ আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে ঢাকা শিক্ষা বোর্ড।বৃহস্পতিবার সকালে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক নেহাল আহমেদ বিষয়টি জানিয়েছেন।অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ফরম পূরণের ফি বাদে কোনো খাতেই টাকাও নেয়া যাবে না। এ ব্যাপারে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। এরপর টাকা ফেরত দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পুনরায় কার্যক্রম চালাতে পারবে।নেহাল আহমেদ জানান, ফরম পূরণের সময় বাড়ানো হবে বিলম্ব ফি ছাড়াই। লকডাউনের পর চেয়ারম্যানদের বৈঠক আছে। এরপর নতুন সময়সূচি জানানো হবে।এবার সাড়ে ২০ লাখ পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষার ফরম পূরণের সময় বুধবার শেষ হলেও আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি-সহ ফরম পূরণ করার সুযোগ ছিল। তবে ‘লকডাউন’ চলায় শিক্ষা বোর্ডগুলো আবার সুযোগ দেবে। সেক্ষেত্রে বিলম্ব ফি নেওয়া হবে না।

আরও খবর

🔝