gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ফিফার অনুদান স্থগিতের খবর সত্যি নয় : বাফুফের সভাপতি
প্রকাশ : বুধবার, ৭ এপ্রিল , ২০২১, ০৭:৩১:০০ পিএম
ক্রীড়া ডেস্ক::
1617802340.jpg
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেছেন, ফিফা ও বাফুফের ফান্ড নিয়ে যে কথাগুলো উঠেছে তা সত্য নয়। এক ভিডিও বার্তায় তিনি বাফুফে’র বিপক্ষে ওঠা অভিযোগুলো খন্ডন করেছেন।কাজী মো. সালাউদ্দিন বলেছেন,‘মিডিয়াতে দেখছি ফিফা ও বাফুফের ফান্ড নিয়ে স্টোরি। এটা সত্যি নয়। কারণ, বুধবার আমি ফিফার থেকে ফান্ড পেয়েছি এবং ১৫ দিন আগেও পেয়েছি।তাহলে ফিফা কী বলেছে। সেটা নিয়ে সালাউদ্দিন বলেন, ফিফা যেটা বলেছে সেটা ভেরি সিম্পল। সব সময়ই তারা টাকা পাঠানোর আগে ও পরে কিছু পর্যবেক্ষণ করে। এটা করতেই পারে। আমিও তো আমার অফিসে টাকা রিলিজের আগে জিজ্ঞেস করি কি জন্য করছো, কেন করছো। এটা নিয়ে যদি কেউ স্টোরি বানায়, সেটা খুব অপ্রত্যাশিত ও দুঃখের বিষয়। কারণ নিজের দেশকে আমরা নিজেরাই আন্ডারমাইন্ড করি।কাজী মো. সালাউদ্দিন বলেন, ফিফার অবশ্যই আমাদের জন্য কনসালটেন্ট দিতে পারে। আমি ইতিমধ্যে ফিফাকে অনুরোধ করেছি এবং ফিফা আমাকে নিশ্চয়তাও দিয়েছে, এ মাসের মধ্যেই তারা আমাকে কনসালটেন্ট নিয়োগ দেবে। ফিফা আমাকে কনসালটেন্ট দিলে আমাদের বিষয়গুলো করে দেবে।

আরও খবর

🔝