gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
খুলনায় চিকিৎসকের ওপর হামলা, সেবা বন্ধের আলটিমেটাম
প্রকাশ : বুধবার, ৭ এপ্রিল , ২০২১, ০৬:১১:১৬ পিএম
খুলনা প্রতিনিধি::
1617798000.jpg
করোনা ডেডিকেটেড হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলা ও হত্যাচেষ্টাকারীদের গ্রেফতার না করা হলে জেলার সব চিকিৎসা কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনার নেতারা।প্রয়োজনে করোনা ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসা সেবাও বন্ধ রাখার হুমকি দেন তারা। বুধবার (৭ এপ্রিল) দুপুরে চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তার দাবিতে খুলনা বিএমএ ভবনে প্রেসব্রিফিংয়ে এ ঘোষণা দিন নেতারা। এর আগে মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে খুলনা বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে কার্যনির্বাহী সভায়ও এ সিদ্ধান্ত নেয় সংগঠনটি। সভা থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আসামি গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে তিন দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার না হলে খুলনা জেলার সব চিকিৎসা কার্যক্রম (ইনডোর, আউটডোর) প্রয়োজন বোধে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসা বন্ধ ঘোষণা করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব চিকিৎসক কালো ব্যাচ ধারণ করার ঘোষণা দেওয়া হয়। বিএমএ খুলনার সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলমের সভাপতিত্বে প্রেস ব্রিফিং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. মো. মেহেদী নেওয়াজ।

আরও খবর

🔝