gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
মিরকাদিম পৌর মেয়রের দগ্ধ স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
প্রকাশ : বুধবার, ৭ এপ্রিল , ২০২১, ০৫:৫৯:৪৯ পিএম
কাগজ ডেস্ক::
1617797152.jpg
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মেয়রের বাসভবনে ১৩ জন বিস্ফোরণে ঘটনায় পৌর মেয়রের স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।বিস্ফোরণের পর তাদের উদ্ধার করে মঙ্গলবার রাতে ১২ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।যাদের মধ্যে মেয়রের স্ত্রী কানন বেগমের দেহের ৬০ শতাংশ দগ্ধ হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। বাকি ১১ জনের ১-১৫ শতাংশ দগ্ধ হওয়ায় তাদের অধিকাংশকেই বুধবার ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মামুন খান।মঙ্গলবার রাত ৯টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মেয়রের বাসভবনে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটলে ১৩ জন দগ্ধ হন। যেখানে পৌর মেয়রের স্ত্রী ও ৪ কাউন্সিলরসহ ১৩ দগ্ধ হন।

আরও খবর

🔝