gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
হিলিতে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা
প্রকাশ : বুধবার, ৭ এপ্রিল , ২০২১, ০৬:১২:০৭ পিএম
হিলি প্রতিনিধি: :
1617797616.jpg
হিলিতে পুরনো মূল্য তালিকা ও ওষুধের দোকানে বিক্রয় নিষিদ্ধ (ফ্রি) ওষুধ রাখা ও নিম্নমানের খাবার তৈরির অভিযোগে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে দিনাজপুর জেলা ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদফতর।বুধবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার হিলি বাজার ও ডাঙ্গাপাড়া বাজারে অভিযান চালিয়ে র‌্যাব-১৩ সদস্যদের সহযোগিতায় দিনাজপুর জেলা ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মমতাজ বেগম এসব জরিমানা করেন। দিনাজপুর জেলা ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, হিলি বাজারে অভিযান চালিয়ে পুরনো মূল্য তালিকা রাখার অভিযোগে দুই ওষুধের দোকানকে ৮ হাজার টাকা, কোম্পানির দেয়া ফ্রি ওষুধ রেখে বিক্রয় করার অভিযোগে সরকার ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং ডাঙ্গাপাড়া বাজারে নিম্নমানে খাবার তৈরির অভিযোগে কালাম বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।তিনি আরো জানান, ভোক্তা স্বার্থ সুরক্ষায় নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনাকে অধিদফতর সবসময়ই স্বাগত জানায়। কিন্তু অসাধু ও অনৈতিক যে কোনো কাজের ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জিরো টলারেন্স প্রদর্শন করবে। ভোক্তা স্বার্থ সংরক্ষণে অধিদফতরের অভিযান চলছে এবং এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও খবর

🔝