gramerkagoj
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪ ১০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বুধবার যশোরে ৪৪ জনের করোনা শনাক্ত
প্রকাশ : বুধবার, ৭ এপ্রিল , ২০২১, ১২:৫৬:৫৬ পিএম
কাগজ সংবাদ :
1617778647.jpg
যশোর জেলায় করোনা পজিটিভের সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্যবিধি কোথাও মানছে, আবার কোথাও মানছে না। স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কোনো পদক্ষেপেই সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না। আর এসব কারণে প্রতিনিয়ত যশোরে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।৭ এপ্রিল বুধবার যশোরে নতুন করে আরও ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে জিনোম সেন্টারে ২৯ জন ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৫ জনের পজিটিভ রেজাল্ট এসেছে। জিনোম সেন্টারের নমুনায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলার বাসিন্দা রয়েছেন ২১ জন। এছাড়া,  মণিরামপুরে তিন জন, শার্শায় দু’জন, চৌগাছায় দু’জন ও ঝিকরগাছায় এক জন করে বাসিন্দা রয়েছেন। সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের ল্যাব থেকে একশ’ এক জনের নমুনা পরীক্ষার রিপোর্ট দেয়া হয়েছে। এর মধ্যে ২৯ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ জনের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৫ জনের পজিটিভ রেজাল্ট এসেছে।তিনি আরও জানান, এ পর্যন্ত যশোরে ২৬ হাজার নয়শ’ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার তিনশ’ ৮৫ জন। সুস্থ হয়েছেন চার হাজার আটশ’ ৭৬ জন। মৃত্যু হয়েছে ৬৪ জনের। এদিকে, মঙ্গলবার যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের জগন্নাথ পালের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।  

আরও খবর

🔝