gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
গরমেও পুলিশকে ফুলহাতা শার্ট পরার নির্দেশ
প্রকাশ : মঙ্গলবার, ৬ এপ্রিল , ২০২১, ০৫:৪৫:০৫ পিএম
ঢাকা অফিস::
1617709571.jpg
সাধারণত গরমে অনেক পুলিশ সদস্য হাফহাতা শার্ট পরে থাকে। তবে এবার করোনাভাইরাসের পরিস্থিতির অবনতি হওয়ায় পুলিশ সদস্যদের আবারও ফুলহাতা শার্ট পরার নির্দেশ দেওয়া হয়েছে।রোববার বাংলাদেশ পুলিশের সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক শাখা) মো. আতাউল কিবরিয়া স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ দেওয়া হয়েছে।নতুন আদেশে বলা হয়েছে, করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জেলা/ইউনিট প্রধানরা পুলিশ সদস্যদের সুরক্ষিত অবস্থায় দায়িত্ব পালনের সুবিধার্থে পোশাক পরিবর্তনের নির্দেশ দিতে পারেন। এক্ষেত্রে তারা নিজ নিজ এলাকার আবহাওয়া বিবেচনা করে পুলিশ সদর দফতরকে জানিয়ে ফুলহাতা শার্ট পরার নির্দেশ জারি করতে পারবেন।তবে চলতি বছরের ১৫ নভেম্বরের আগে হাফহাতা শার্ট পরার নির্দেশনা জারি করলে পুলিশ সদর দফতরকে অবহিত করতে হবে।

আরও খবর

🔝