gramerkagoj
মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
রংপুরের প্রখ্যাত আলেম প্রিন্সিপাল মাওলানা হোসাঈন আহমেদের ইন্তেকাল
প্রকাশ : মঙ্গলবার, ৬ এপ্রিল , ২০২১, ০৪:২২:২৪ পিএম
রংপুর প্রতিনিধি ::
1617704607.jpg
প্রখ্যাত আলেম, বড় রংপুর কারামতিয়া আলিয়া কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল, বিশিষ্ট সমাজসেবক মাওলানা হোসাঈন আহমেদ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।মরহুমের পারিবারিক সূত্র জানায়, গত সোমবার বিকেল সাড়ে ৪টায় ঢাকার এভার কেয়ার হসপিটালে দেশের প্রখ্যাত এই আলেম ইন্তেকাল করেন। মঙ্গলবার সকালে তার লাশ রংপুরের মাহিগঞ্জ দেওয়ানটুলি এলাকার বাসভবনে এসে পৌছে। বাদ জোহর মাহিগঞ্জ শাহী মসজিদ প্রাঙ্গনে প্রথম জানাজা ও তাঁর নিজ বাড়িতে প্রতিষ্ঠিত আব্দুল কাদের ফাউন্ডেশন জামে মসজিদ এবং হাফিজিয়া মাদরাসা এতিমখানা প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে মাদরাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে তার জানাজা ও দাফনে আত্বীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, শুভাকাক্সক্ষী, প্রাক্তন ও বর্তমান ছাত্রবৃন্দ, বিভিন্ন মাদরাসার শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। জীবদ্দশায় তিনি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহি ধর্মীয় প্রতিষ্ঠান বড় রংপুর কারামতিয়া আলিয়া কামিল মাদরাসা ও কুড়িগ্রামের কাঁঠালবাড়ি মাদরাসার প্রিন্সিপাল ছিলেন। এছাড়াও মাদরাসা, মসজিদ, এতিমখানাসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে নিজ এলাকা মাহিগঞ্জ অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক প্রকাশ ছাড়াও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমাবেদনা জ্ঞাপন করেন। 

আরও খবর

🔝