gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
নড়াইলে ইউনিয়ন কৃষকলীগ সভাপতি গুলিবিদ্ধ
প্রকাশ : মঙ্গলবার, ৬ এপ্রিল , ২০২১, ০১:০২:১৪ পিএম
নড়াইল অফিস :
1617692875.jpg
নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে তার বাড়ির সামনেই এ হামলার ঘটনাটি ঘটে। নজরুল ইসলাম কালিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের মনজুর আলীর ছেলে। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাকে নড়াইল সদর হাসপাতাল ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নজরুল ইসলামের ভাইপো খায়রুল বাশার বলেন, সোমবার সন্ধ্যায় তার চাচা নজরুল ইসলাম বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় দু’টি মোটরসাইকেলযোগে চার সন্ত্রাসী এসে তাকে শর্টগান দিয়ে গুলি করে পালিয়ে যায়। গুলিটি চাচার মুখের বামপাশের চোয়ালে লাগে। তার অবস্থা গুরুতর। তিনি উপজেলার পুরুলিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি।অবশ্য এলাকাবাসী জানান, গুলিবিদ্ধ নজরুল তার ব্যক্তিগত এয়ারগান বিক্রির জন্য গত কয়েকদিন ধরে বিভিন্ন লোকজনের সঙ্গে কথাবার্তা বলছিলেন। এই সূত্র ধরে সোমবার সন্ধ্যায় একটি মোটরসাইকেলে তিনজন নজরুলের বাড়ির সামনে যান। দরদামের একপর্যায়ে ক্রেতাবেশে ওই তিনজন তার এয়ারগান নিয়ে নজরুলকে গুলি করে পালিয়ে যায়। নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক প্রবীর কুমার বিশ্বাস বলেন, গুলিবিদ্ধ নজরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কালিয়া থানার ওসি সেখ গনি মিয়া বলেন, কারা কী উদ্দেশ্যে তাকে গুলি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এয়ারগান বেচাকেনার বিষয়টিও যাচাই করা হচ্ছে।

আরও খবর

🔝