gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না যশোরের ক্রীড়াঙ্গনে
প্রকাশ : সোমবার, ৫ এপ্রিল , ২০২১, ০৯:৪০:২২ পিএম
ক্রীড়া সংবাদ:
1617637247.JPG
করোনাভাইরাস নতুন করে বৃদ্ধি পাওয়ার মধ্যে স্বাস্থ্যবিধি না মেনেই যশোরে মাঠে খেলা করতে দেখা গেছে অনেক খেলোয়াড়কে। সোমবার বিকেল সাড়ে চারটা। পৌরপার্ক মাঠে দেখা যায় একটি ক্রিকেট একাডেমির অনুশীলন। শিশু ও কিশোর মিলে প্রায় ৪০ জন ছিল মাঠে। পাশাপাশি এসব ক্রিকেটারের কিছু অভিভাবককেও দেখা যায় সেখানে। অভিভাবক কয়েকজন মাস্ক পরিধান করলেও খেলোয়াড়রা মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় না রেখেই অনুশীলন করে। এ বিষয়ে নাম না প্রকাশের শর্তে একজন অভিভাবক জানান,একাডেমির প্রশিক্ষক শামসুদ্দিন শাহাজী নন্টু খেলোয়াড়দের কোনো ছুটি দেননি। যার কারণেই সন্তানকে নিয়ে মাঠে আসতে হয় তাকে। বিকেল পাঁচটা দশ মিনিট। শামস্-উল-হুদা স্টেডিয়ামের সকল গেট বন্ধ। অথচ এসব গেট ডিঙিয়ে মাঠে অর্ধশতাধিক খেলোয়াড় ব্যস্ত ছিল ফুটবল ও ক্রিকেট নিয়ে। তাদের মধ্যেও দেখা যায়নি স্বাস্থ্যবিধি মেনে চলার দৃশ্য। জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম, নাদিরা ইসলাম স্মৃতি ভলিবল গ্রাউন্ড, বাস্কেটবল গ্রাউন্ড, বক্সিং রিং, ব্যায়ামাগার এমনকি সংস্থার অফিস কক্ষও বন্ধ ছিল। এসব স্থাপনায় দেখা মেলেনি কোনো খেলোয়াড়কে।

আরও খবর

🔝