gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পাকিস্তান শিবিরে দুঃসংবাদ
প্রকাশ : সোমবার, ৫ এপ্রিল , ২০২১, ০৭:১১:০৫ পিএম
ক্রীড়া ডেস্ক::
1617628336.jpg
জোহানেসবার্গে নাটকীয়তায় ঠাসা সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়ে ১-১ সমতায় ফিরেছে দক্ষিণ আফ্রিকা। বিতর্কিত এক রান আউটের পর ম্যাচটি নিয়ে আলোচনা চলছে এখনও। এরই মধ্যে দুঃসংবাদ পেল পাকিস্তান।সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের আঙুলে চোট পেয়েছেন পাকিস্তান দলের লেগ স্পিনার অলরাউন্ডার শাদাব খান। ফলে সিরিজের পরের ওয়ানডেটি খেলতে পারবেন না তিনি।এখানেই শেষ নয়। শাদাবের চোট এতটাই গুরুতর, ওয়ানডের পর দক্ষিণ আফ্রিকার মাটিতে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজেও থাকবেন না তিনি। থাকবেন না এরপর জিম্বাবুয়ে সিরিজেও। সব মিলিয়ে বড় ধাক্কাই পাকিস্তানের জন্য।সোমবার নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ২২ বছর বয়সী শাদাবের চোট নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, শাদাব খান দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি অংশ এবং জিম্বাবুয়ে সিরিজে অংশ নিতে পারবে না। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের আঙুলে চোট পাওয়ায় কমপক্ষে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

আরও খবর

🔝