gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় প্রথম পাবনার মেয়ে মুনমুন
প্রকাশ : সোমবার, ৫ এপ্রিল , ২০২১, ০৩:৩৯:১৪ পিএম
পাবনা সংবাদদাতা ::
1617616148.jpeg
২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে মেধা তালিকায় প্রথম হয়েছেন পাবনার মেয়ে মিশোরী মুনমুন। তিনি পাবনা থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার প্রাপ্ত মোট নাম্বার ২৮৭.২৫।এ বছর মোট পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৪৮, ৯৭৫ জন, যা মোট পরীক্ষার্থীর ৩৯.৮৬ শতাংশ।রবিবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. একেএম আহসান হাবিব স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ ফল প্রকাশ করা হয়।করোনা মহামারীর মধ্যেই ২ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্দেশিত গাইডলাইনে বর্ণিত স্বাস্থ্যবিধি মেনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।ভর্তি পরীক্ষায় ১ লাখ ১৬ হাজার ৭২৯ জন অংশ নেন। এদের মধ্যে সরকারী মেডিকেল কলেজের জন্য নির্বাচিত হয়েছেন ৪ হাজার ৩৫০ জন। 

আরও খবর

🔝