gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সংসদে চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ ট্রাস্ট বিল
প্রকাশ : রবিবার, ৪ এপ্রিল , ২০২১, ০৮:১৪:১৩ পিএম
বিনোদন ডেস্ক ::
1617545721.jpg
চলচ্চিত্র শিল্পীদের কল্যাণে ট্রাস্ট গঠনে নতুন আইনের প্রস্তাব জাতীয় সংসদে উঠেছে। ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১’ রোববার সংসদে তোলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসান মাহমুদ। প্রস্তাবিত আইন অনুযায়ী, ১৩ সদস্যের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী, ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেবে সরকার। ট্রাস্টের আর্থিক যোগান সরকারি অনুদান, দেশি-বিদেশি ব্যক্তি-প্রতিষ্ঠানের অনুদান, লভ্যাংশ, ট্রাস্টের প্রতিষ্ঠান ও সম্পদ থেকে প্রাপ্ত আয় থেকে হবে। কোনো চলচ্চিত্র শিল্পী মারা গেলে, তার পরিবারের সদস্যরাও যাতে সহায়তা পায় খসড়া আইনে সে ব্যবস্থা রাখার প্রস্তাবও করা হয়েছে। বিলটি ৪৫ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

আরও খবর

🔝