gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
লকডাউন ঘোষণা, রাজশাহী ছাড়ছে মানুষ
প্রকাশ : রবিবার, ৪ এপ্রিল , ২০২১, ০৪:০৪:৫৯ পিএম
ডা: মো: হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো ::
1617530735.jpg
করোনা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাওয়ায় আগামী সোমবার (০৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন দিচ্ছে সরকার। লকডাউনের খবরে রাজশাহী ছাড়তে শুরু করেছে মানুষজন। শনিবার (০৩ এপ্রিল) দুপুরের পর থেকে নগরীর বাস কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে। ভিড় ছিল রাজশাহী রেলওয়ে স্টেশনেও।এদিকে পূর্বঘোষণা অনুযায়ী অর্ধেক আসন ফাঁকা রেখে কিছু বাস চলাচল করছে। অধিকাংশ বাসেই মানা হচ্ছে না এই নির্দেশনা। স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে বাসে উঠছে লোকজন।রবিবার সকালে সরেজমিনে দেখা গেছে, নগরীর রেলগেট এলাকায় বাস স্টপেজে যাত্রীদের বাড়তি চাঁপ রাজশাহী-নওগাঁ রুটের অধিকাংশ বাস এই স্টপেজ থেকে ছেড়ে যায়। জেলার অভ্যন্তরীণ কয়েকটি রুটেরও বাস ছেড়ে যায় এই স্টপেজ থেকে। একই দৃশ্য পাশের সিএনজি স্টপেজের। কিন্তু কোথাও স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছে না লোকজন। ট্রাফিক নির্দেশনা ছাড়া সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর আর কোনো তৎপরতা নেই।নাম প্রকাশ না করে নওগাঁগামী এক যাত্রী বলেন, আগামী সোমবার থেকে লকডাউন। আপাতত এক সপ্তাহ লাকডাউনের কথা শোনা গেলেও তা বাড়তে পারে। তাই আগে ভাগে বাডি চলে যাচ্ছি।এ সময় বাড়তি ভাড়া আদায় হলেও স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ করেছেন কয়েকজন যাত্রী। তবে এ নিয়ে কথা বলতে চাননি সেখানকার বাস কাউন্টার মাস্টাররা।রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক বলেন, গত বছরের লকডাউনে মানুষ যতটা সচেতন ছিল, এবার ততটা সচেতন মনে হচ্ছে না। তবুও আমরা মানুষকে সচেতন করার পাশাপাশি আইন প্রয়োগ করছি। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত প্রসঙ্গে তিনি বলেন, আমরা কিছু বাস দেখেছি যেগুলো নিয়ম মেনেই চলাচল করছে। এ নিয়ে মালিক ও চালক-শ্রমিক পক্ষের সঙ্গে কথা হচ্ছে। নতুন করে লকডাউনের নির্দেশনা পেলে কর্মপরিকল্পনা ঠিক করা হবে। মহামারি ছড়িয়ে পড়া রোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও খবর

🔝