gramerkagoj
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪ ১০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বিদেশি সাংবাদিকদের তাড়িয়ে দিচ্ছে চীন : ইইউ
প্রকাশ : রবিবার, ৪ এপ্রিল , ২০২১, ০৩:৩১:০৯ পিএম
আন্তর্জাতিক ডেস্ক: :
1617528857.jpg
বিবিসির বেইজিং প্রতিনিধি, জন সাডওয়ার্থ তাইওয়ানে যেতে বাধ্য হওয়ার পর, চীনের বিরুদ্ধে বিদেশি সংবাদদাতাদের হয়রানির অভিযোগ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এক বিবৃতিতে বলা হয়, বিদেশি সংবাদদাতাদেরকে ‘ক্রমাগত হয়রানি ও তাদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে চীন থেকে তাড়িয়ে দেয়া হচ্ছে’।বাক স্বাধীনতা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য, চীনকে আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানিয়েছে ইইউ।উল্লেখ্য, জিনজিয়াং অঞ্চলের উইঘুরদের ওপর অত্যাচার সম্পর্কিত প্রতিবেদনের জন্য পুরস্কার পাওয়া বিবিসির চীনা প্রতিনিধি, জন সাডওয়ার্থ ও তার স্ত্রী ইভোন মারে চীন ছাড়তে বাধ্য হন।এদিকে, চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, বিবিসির জিনজিয়াং সম্পর্কিত প্রচারণার নিন্দা করলেও, সাডওয়ার্থের প্রতি কোনো হুমকি সম্পর্কে তারা অবগত ছিলেন না। তবে, সাডওয়ার্থ এবং তার পরিবারকে সাদা পোশাক পরা পুলিশ বিমানবন্দর পর্যন্ত অনুসরণ করেছে।ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক মুখপাত্র জোসেফ বোরেল জানিয়েছেন, গত বছর কমপক্ষে ১৮ জন সংবাদদাতাকে চীন থেকে তাড়িয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, ‘বিদেশি সাংবাদিকদের উপর চাপানো অনর্থক সীমাবদ্ধতার বিষয়ে চীনা কর্তৃপক্ষের কাছে বারবার উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং এর সঙ্গে সম্পর্কিত হয়রানির ব্যাপারে তাদেরকে খবর দিয়েছে।’তিনি যোগ করেন, ‘বিদেশি সংবাদদাতাদের পেশাদারিত্ব এবং কর্মকা-কে ক্রমশ প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।’চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, সাডওয়ার্থের চলে যাওয়ার বিষয়ে কর্তৃপক্ষকে কোনো নোটিশ দেওয়া হয়নি। সূত্র: বিবিসি

আরও খবর

🔝