gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বোতলজাত পানি
প্রকাশ : রবিবার, ৪ এপ্রিল , ২০২১, ০৩:৩৮:৩৫ পিএম
গোপালগঞ্জ প্রতিনিধি::
1617530339.jpg
গোপালগঞ্জে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বোতলজাত পানি উৎপাদনের দায়ে ‘ছুনাম’ নামের ফ্যাক্টরির মালিক নাঈম মোল্যাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ওই ফ্যাক্টরির সকল বোতলজাত পানি জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।শনিবার বিকেলে কাশিয়ানীর ফুকরা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রথীন্দ্র নাথ রায়।কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রথীন্দ্র নাথ রায় জানান, উপজেলার ফুকরা এলাকায় একটি বাড়িতে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বোতলজাত পানি উৎপাদন করে বাজারজাত করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়।এসময় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বোতলজাত পানি উৎপাদন করার দায়ে ফ্যাক্টরির মালিকে ১০ হাজার টাকা জরিমানা এবং ফ্যাক্টরির থাকা সব পানি জব্দ করা হয়।পাশাপশি বাজার থেকে পানির বোতল উঠিয়ে নেয়া ও পানি উৎপাদন না করার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও খবর

🔝