gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
চীনে নতুন করে করোনায় আক্রান্ত ২৬ জন
প্রকাশ : রবিবার, ৪ এপ্রিল , ২০২১, ০৩:৩১:০৪ পিএম
আন্তর্জাতিক ডেস্ক::
1617528909.jpg
নতুন করে ২৬ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে চীন। সেদেশের জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, এর আগের দিন ৯ জন করোনায় আক্রান্ত হয়েছিল। জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন সংক্রমণগুলোর মধ্যে সাতটি সংক্রমণ ইউনান প্রদেশের স্থানীয় সংক্রমণ, যেখানে মিয়ানমারের সীমান্তবর্তী রুইলি শহরে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এক প্রেস ব্রিফিংয়ের বরাত দিয়ে জানিয়েছে, রুইলির জেনেটিক বিশ্লেষণ থেকে জানা যায়, তারা মিয়ানমার থেকে আগত ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। এছাড়াও, এই ভাইরাসের সঙ্গে চীনের সাম্প্রতিক স্থানীয় প্রকোপের কোনো মিল পাওয়া যায়নি।ইউনান শহরটিতে হোম কোয়ারেন্টাইন আরোপ করা হয়েছে। পাশাপাশি, শহর ত্যাগের ওপর নিষেধাজ্ঞা এবং গণহারে পরীক্ষা করার ওপর চাপ দেয়া হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবারের মধ্যে শহরটিতে ৩ হাজার ৬৫০ জনের সংস্পর্শে আসার প্রমাণ পাওয়া গিয়েছে।চীনের মূল ভূখণ্ডে পাওয়া অন্য ১৯টি নতুন সংক্রমণ বিদেশ থেকে এসেছে বলে জানিয়েছে জাতীয় স্বাস্থ্য কমিশন। চীনের মূল ভূখ-ে শনাক্ত হওয়া করোনাভাইরাসের মোট সংক্রমণ সংখ্যা এখন ৩০ হাজার ২৫২, এবং মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৬৩৬ জন। সূত্র: রয়টার্স

আরও খবর

🔝