gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj

❒ নতুন ১৬১ নমুনা পরীক্ষায় পজিটিভ ৭৫

যশোরে করোনার সংক্রমণ ৪৭ শতাংশে দাঁড়িয়েছে
প্রকাশ : শনিবার, ৩ এপ্রিল , ২০২১, ১০:৩১:৩৭ পিএম
ফয়সল ইসলাম:
1617467563.jpg
স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়া এবং সরকারঘোষিত চরম ঝুঁকিপূর্ণ যশোর জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগী। শনিবার জেলায় নতুন করে ৭৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৬২ জনই সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।সিভিল সার্জন শেখ আবু শাহীন জানিয়েছেন, শনিবার মোট একশ’ ৬১ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে একশ’ ৩৭ জনের আরটিপিসিআর পরীক্ষায় ৬৪ জন ও ২৪ জনের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ১১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তের শতকরা হার দাঁড়িয়েছে ৪৭ ভাগ। যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ। আগে থেকে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বাঘারপাড়া উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের বাসিন্দা।সিভিল সার্জন আরও জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের ল্যাব থেকে একশ’ ৩০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট দেয়া হয়েছে। এর মধ্যে ৬২ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নেগেটিভ রেজাল্ট এসেছে ৬৮ জনের। যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জনের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১১ জনের পজিটিভ রেজাল্ট এসেছে। এছাড়াও, খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাঠানো সাতটি রিপোর্টের মধ্যে দু’জনের নমুনার রেজাল্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলা ৬২ জন, মণিরামপুরের চারজন, শার্শার তিনজন, চৌগাছার দু’জন, ঝিকরগাছা ও অভয়নগর উপজেলার একজন করে বাসিন্দা রয়েছেন। নতুন শনাক্ত হওয়া রোগীদের যাবতীয় চিকিৎসা ও আইসোলেশন নিশ্চিত করার জন্য স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন যৌথভাবে কাজ করছে। তীব্র মহামারি থেকে নিরাপদ থাকতে বাধ্যতামূলকভাবে মাক্স পরিধান ও সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই।স্বাস্থ্য বিভাগ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত দশ দিনে আশংকাজনকহারে যশোরে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। এরমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের ল্যাবে এক হাজার তিনশ’ ৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে পজিটিভ রেজাল্ট এসেছে দুশ’ ৩১ জনের। ৩১ মার্চ একশ’ ৮০টি নমুনায় ২৩ জন, ৩০ মার্চ একশ’ ৪০ নমুনায় ১৮ জন, ২৯ মার্চ একশ’ ৭৮ নমুনায় ২৩ জন, ২৭ মার্চ একশ’ পাঁচ নমুনায় ১৫ জন, ২৬ মার্চ একশ’ চার নমুনায় ১২ জন, ২৫ মার্চ একশ’ ১৭ নমুনায় ১৪ জন, ২৪ মার্চ ৮৩ নমুনায় পাঁচজন, ১ এপ্রিল একশ’ ৫৮টি নমুনায় ২৩ জন, ২ এপ্রিল একশ’ ৫৩টি নমুনায় ৩৪ জন এবং ৪ এপ্রিল একশ’ ৩২ নমুনায় ৬৪ জন। এছাড়াও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে গত বছরের ৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩ এপ্রিল পর্যন্ত র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়েছে আটশ’ ১২ জনের। এরমধ্যে একশ’ ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।  উল্লেখ্য, যশোরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ১২ এপ্রিল। আক্রান্ত ব্যক্তি ছিলেন মণিরামপুর উপজেলার পুরুষ স্বাস্থ্য সহকারী। চলতি বছরের ৩ এপ্রিল ৭৫ জন নতুন রোগীসহ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ঠেকেছে পাঁচ হাজার দুশ’ ৯৩ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৩ জনের। সুস্থ হয়েছেন চার হাজার চারশ’ ১৮ জন।

আরও খবর

🔝