gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ফলোঅন এড়াতে লড়ছে সিলেট
প্রকাশ : মঙ্গলবার, ২৩ মার্চ , ২০২১, ০৮:৫৩:৪৯ পিএম
ক্রীড়া ডেস্ক::
1616511273.jpg
খুলনা বিভাগের সাথে ফলোঅন এড়াতে লড়ছে সিলেট বিভাগ। ফলোঅন এড়াতে সিলেটের প্রয়োজন আরও ৪৫ রান। অলক কাপালি বাহিনীর হাতে আছে আর মাত্র দু’টি উইকেট।খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আজ দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে সিলেটের সংগ্রহ আট উইকেটে ১৩০ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন ইমতিয়াজ তান্না। অভিজ্ঞ এনামুল হক জুনিয়র শেষদিকে নেমে ৩০ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে দুই রান নিয়ে ব্যাটিংয়ে খালেদ আহমেদ।এর আগে সাত উইকেটে ৩০৮ রান নিয়ে খেলতে নেমে মঙ্গলবার আরও ৬৭ রান যোগ করে স্বাগতিক খুলনা। সাত নম্বরে নেমে নাহিদুল ইসলাম খেলেন ৪৮ রানের ইনিংস। তাতে খুলনা অলআউট হয় ৩৭৫ রানে।সিলেট বিভাগের পক্ষে তিনটি করে উইকেট নেন দুই পেসার আবু জায়েদ রাহি আর এবাদত হোসেন। একটি করে উইকেট খালেদ আহমেদ, অলক কাপালি আর এনামুল হক জুনিয়রের।জবাবে মাসুম খান টুটুলের দুর্দান্ত বোলিংয়ে ১৩০ রান তুলতেই আট উইকেট হারায় সিলেট। টুটুল ৩২ রান খরচায় নেন চারটি উইকেট। তৃতীয় দিনে ২৪৫ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামবে সিলেট।

আরও খবর

🔝