gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বাংলাদেশের জনগণকে পুতিনের শুভেচ্ছা
প্রকাশ : মঙ্গলবার, ২৩ মার্চ , ২০২১, ০৭:৫৬:৩০ পিএম
ঢাকা অফিস::
1616507855.jpg
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। এছাড়া জার্মানির প্রেসিডেন্ট, স্পেনের রাজা, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আরও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান শুভেচ্ছা বার্তা পাঠাবেন বলে আমরা প্রত্যাশা করছি।এ সময় ড. মোমেন জানান, সোমবার ভারত সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার দিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের। আমরা আনন্দিত।সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস উপস্থিত ছিলেন।

আরও খবর

🔝