gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সোনাপাচার মামলায় আটক ওয়াহাব দু’দিনের রিমান্ডে
প্রকাশ : মঙ্গলবার, ২৩ মার্চ , ২০২১, ০৭:১৫:৫৫ পিএম
কাগজ সংবাদ:
1616505439.jpg
যশোরে সোনা পাচার মামলায় আটক আব্দুল ওয়াহাবের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক আসামির রিমান্ড আবেদনের শুনানীর পর এ আদেশ দেন। ওয়াহাব বেনাপোলের ছোটআঁচড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।মামলা সূত্রে জানা গেছে, ৯ মার্চ বিকেলে বিজিবি সদস্যরা বেনাপোলগামী একটি ইজি বাইক আমড়াখালি চেকপোস্টে তল্লাশির জন্য থামান। এ সময় যাত্রী আব্দুল ওয়াহাবের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার দেহ তল্লাশি করা হয়। তার প্যান্টের কোমরে বিশেষ কায়দায় আটকানো ১০ পিছ সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ১শ’ ৬৬ গ্রাম। দাম ৮১ লাখ ৬১ হাজার টাকা। এ ব্যাপারে আমড়াখালি বিজিবি চেকপোস্টের হাবিলদার নুরুল ইসলাম বাদী হয়ে চোরাচালান দমন আইনে মামলা করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান আটক আসামির সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। মঙ্গলবার আদালতে আসামির রিমান্ড আবেদনের শুনানী শেষে বিচারক তার দু’দিন রিমান্ড মঞ্জুর করেন।

আরও খবর

🔝